দিনাজপুরের পার্বতীপুরে শনিবার (২৩ আগস্ট) সকালে একটি ডোবা থেকে সুরাইয়া ইয়াসমিন ওরফে বুলি (৫০) নামের এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় মহিলাটি হাঁটতে বের হয়ে মূল সড়ক থেকে ডোবার পাশের গলি পথে তাঁর বাবার বাড়ী হলদীবাড়ীতে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাবশত ডোবায় পড়ে মৃত্যু হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকরুল ইসলাম জানান, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/দি.প্র/এ.জে