AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে লেগুনার ধাক্কায় পোশাক শ্রমিক নিহত, আহত ১২


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৪:৪৭ পিএম, ২২ আগস্ট, ২০২৫

শ্রীপুরে লেগুনার ধাক্কায় পোশাক শ্রমিক নিহত, আহত ১২

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মাওনা চৌরাস্তা বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। দুর্ঘটনা ঘটে শুক্রবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা-বরমী সড়কের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে।

নিহত শ্রমিকের নাম নমিতা রানী (২৬)। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের নলিত চন্দ্রের মেয়ে। নমিতা শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকায় বসবাস করতেন এবং গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানায় চাকরি করতেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস জানান, লেগুনায় কর্মরত শ্রমিকেরা মোশারফ কম্পোজিট কারখানায় যাচ্ছিল। মাওনা-বরমী সড়কের আনসার টেপিরবাড়ী বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে লেগুনা দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই নমিতা রানী নিহত হন এবং আরও ১২ শ্রমিক আহত হন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত লেগুনা থানায় রাখা হয়েছে।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!