মানিকগঞ্জ সদর উপজেলার বিগবাজার এলাকায় একটি সরকারি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ তাক-এ প্রদর্শনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের তদারকিমূলক অভিযানের মাধ্যমে জরিমানা আরোপ করা হয়।
অভিযানে পুলিশ লাইনস মানিকগঞ্জের সদস্য ও জেলা ক্যাবের প্রতিনিধিরা সহযোগিতা করেন।
মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, “জনস্বার্থে ভোক্তাদের অধিকার রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/মা.প্র/এ.জে