AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাটোরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সেনা অভিযান, গ্রেফতার ৩


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
০৭:১৭ পিএম, ২১ আগস্ট, ২০২৫

নাটোরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সেনা অভিযান, গ্রেফতার ৩

নাটোর জেলার লালপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় লালপুর উপজেলার দিয়ারবাহাদুরপুর ও লালপুর মৌজার চর জাজিরা এলাকায় বালু উত্তোলন করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

জানাগেছে, উক্ত মৌজায় ইজারা থাকলেও মোল্লা ট্রেডার্স নিয়ম-নীতি অমান্য করে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের কারণে আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ছে এবং নদীভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শহর রক্ষা বাঁধের কাছে উত্তোলন হওয়ায় লালপুর শহর ও আশপাশের এলাকায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

সেনা অভিযান পরিচালনার সময় আটককৃতরা হলেন: মোঃ মাসুম শেখ (২৩), পিতা: মোঃ শমাল হোসেন, মোঃ আদিল শেখ (৩৩), পিতা: মোঃ আলম শেখ, মোঃ জাহিদুল ইসলাম (২৯), পিতা: মোঃ জব্বার প্রামাণিক ।

উভয়ই মসলেমপুর থানা, ভেড়ামারা, জেলা কুষ্টিয়ার বাসিন্দা। তাদের পুলিশি কার্যক্রমের জন্য লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিয়ম বহির্ভূত বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন ও কৃষিজমি ক্ষতির শিকার হয়ে পুরো লালপুর উপজেলা মারাত্মক ঝুঁকিতে পড়বে। তারা সেনা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কড়া নজরদারির দাবি করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ, কৃষিজমি ও নদীভাঙনের জন্য মারাত্মক হুমকি। সরকার নির্ধারিত নিয়ম ও ইজারা ব্যতীত যেকোনো বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!