নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদ্য প্রয়াত সভাপতি সাহাদৎ হোসেনের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজন ও প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় মরহুম সাহাদৎ হোসেনের শিক্ষাক্ষেত্রে অবদান, সামাজিক নেতৃত্ব এবং ব্যক্তিগত সততার বিষয়গুলো তুলে ধরা হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম. এ. মতীন। তিনি বলেন, “সাহাদৎ হোসেন ছিলেন নিঃস্বার্থ ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। তার অবদান মান্দাবাসী চিরদিন স্মরণ রাখবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খন্দকার মুহা. আব্দুর রাকিব, জেলা জামায়াতের ওলামা সভাপতি মাওলানা মোস্তফা আল-আমিন, উপজেলা জামায়াতের আমির ডা. মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক মুহা. আব্দুর রকিব, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদ, বর্তমান সহকারী শিক্ষক লাভলি আক্তার ও ছাত্রদল নেতা হেলাল হোসেন হিল্লোল প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, সাহাদৎ হোসেন ছিলেন দক্ষ সংগঠক, দায়িত্বশীল অভিভাবক এবং শিক্ষানুরাগী। তিনি পরানপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার মৃত্যুতে বিদ্যালয়, পরিবার ও সমাজে অপূরণীয় ক্ষতি হয়েছে।
স্মরণসভায় শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে