নরসিংদীর পলাশ উপজেলায় ঘোড়াশালে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বাবুল মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে ঘোড়াশালের চরপাড়া গ্রামের শীতলক্ষ্যা নদীর চরে কচুর লতি তুলতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল মিয়া চরপাড়া গ্রামের হাজামপাড়ার এক ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং পেশায় দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কচুর লতি তুলতে গিয়ে ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সময় একই এলাকায় ছাগল চড়তে যাওয়া একজন নারীও ছেঁড়া তারে জড়িয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েন। পাশের লোকজনের দ্রুত হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলে নারী প্রাণে বেঁচে যান।
ঘোড়াশালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইউসুফ আলী জানান, দুর্ঘটনায় নিহত বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে