AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যবসায়ী রুবেল হত্যার মূল আসামি গ্রেপ্তার



ব্যবসায়ী রুবেল হত্যার মূল আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের হার্ডওয়্যার ও স্টেশনারি ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান ওরফে রুবেল (৫৫) হত্যার মূল আসামি জুহেল মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ১৭ আগস্ট শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি, মাস্ক, জুতা, রক্তমাখা ২০ টাকার নোটসহ একাধিক আলামত উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের ও মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান।

পুলিশ জানায়, গত ৭ আগস্ট সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট থেকে ৭টার মধ্যে শহরের এফ রহমান ট্রেডিং-এ প্রবেশ করে ধারালো ছুরির আঘাতে রুবেলকে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের পরিবার থানায় মামলা দায়ের করলে জেলা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। প্রত্যক্ষদর্শীর তথ্য, ডিজিটাল প্রমাণ ও অটোরিকশাচালকের দেওয়া সূত্র ধরে জুহেল মিয়াকে শনাক্ত করা হয়। গ্রেপ্তারের সময় তার হাতে থাকা ব্যান্ডেজই তাকে শনাক্তে সহায়ক হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জুহেল মিয়া হত্যার বিষয়টি স্বীকার করেছে। আর্থিকভাবে দুর্বল হওয়ায় সে ছিনতাইয়ের উদ্দেশ্যে মৌলভীবাজার শহরে আসে। দোকানে রুবেলকে একা পেয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায় এবং নগদ টাকা নেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।

পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, আসামিকে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। এছাড়া হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Link copied!