বরিশাল জেলার উজিরপুরে আইন-শৃঙ্খলা কমিটি, উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা এবং নদী রক্ষা কমিটির সভা ১৪ আগস্ট সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার।
সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ শওকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার নায়েবে আমির মাওলানা মাস্টার আব্দুল মান্নান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উজিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম।
অন্যান্য সরকারি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান, উপজেলা গ্ৰাম আদালত কর্মকর্তা শিউলি বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহানা পারভীন, উজিরপুর মডেল থানার এস আই মোঃ ইমতিয়াজ হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আছমা বেগম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান।
সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আঃ রহিম সরদার, সিনিয়র সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম, মোঃ কাওছার হোসেন ও মোঃ নুরুল ইসলাম আসাদ। সভায় উজিরপুর উপজেলার আইন-শৃঙ্খলা, উন্নয়ন কর্মকাণ্ড, নদী রক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং কার্যকর সমন্বয় নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করা হয়।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে