গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আইকদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সাঈদ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ সিকদার, মোচনা ইউনিয়ন বিএনপির মো. মাসুদ শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, নাঈম শেখ, সাহিদুল ইসলাম মঞ্জু, ডালিম সরদার, মো. সাখাওয়াত হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির আহমেদ মিজু।
প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাইয়ুম মুন্সী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. শিপন মোল্যা।
বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় থাকার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
