নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক-অস্ত্র ব্যবসায়ী রবিন মিয়া (৩৪) অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি চৌকস দল।
পূর্বাচল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক সাংবাদিকদের জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রবিনের দেওয়া তথ্যে তার বাড়ি ও পাশের একটি ডোবা থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুই-নলা বন্দুক এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া ২২২ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা এবং ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আরও বলেন, আটক রবিন মিয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
