ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি, শিক্ষাবিদ ও প্রবীণ সাংবাদিক প্রয়াত সৈয়দ মুহাম্মদ মাসুদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ মুন্না। সহ-সম্পাদক সাইফুর রহমান সোহানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী।
শোকসভায় স্মৃতিচারণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, থানা জামায়াতের আমীর নাজিম উদ্দীন ইমু, শায়খ হোসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুছ, মো. ইসমাঈল গণি, সাহেদ আলী চৌধুরী, বণিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস, নাসির উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা মনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, আজিজ উল্লাহ, সরওয়ার মফিজ, ডা. জয়নাল আবেদীন মুহুরী, শফিউল আলম নুরী, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল্লাহ, সমবায় অফিসার শহীদ উদ্দিন ভূঁইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন, ব্যবসায়ী আনোয়ার হোসেন আজম, জানে আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুক, স্থায়ী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ, দৌলত শওকত, সহ-সভাপতি এমরান ফরহাদ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, অর্থ সম্পাদক আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তাফা কামরুল, পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিম, কার্যনির্বাহী সদস্য কামাল উদ্দিন চৌধুরী, কাউসার শিকদার, স্থায়ী সদস্য এম জুনায়েদ, প্রবাসী সদস্য কামাল পারভেজ অভি, সহযোগী সদস্য মোহাম্মদ তারেক, আজিজ ও মো. রায়হান।
বক্তারা বলেন, সৈয়দ মুহাম্মদ মাসুদ শুধু একজন সাংবাদিক নন, তিনি ছিলেন প্রকৃত শিক্ষাবিদ, সংগঠক ও সমাজসেবক। তাঁর লেখনী ও কর্মফল ফটিকছড়িবাসীর জন্য অমূল্য অবদান রেখে গেছে। তিনি অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন এবং সাংবাদিক অঙ্গনসহ সর্বমহলে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফেরাত ও পরিবারের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুনায়েদ বিন জালাল। শোকসভায় বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামি আন্দোলন, শিক্ষক সমাজ, আলেম সমাজ, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে