গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নে বিএনপি নেতার বাবার শ্রাদ্ধানুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিবেক রায়ের বাবা ভজন রায়ের শ্রাদ্ধানুষ্ঠান তাঁদের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, ক্রীড়া সম্পাদক টিপু সুলতান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছামাদ ফকিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতারা প্রয়াত ভজন রায়ের মানবিক গুণাবলি, সমাজসেবায় অবদান ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
শ্রাদ্ধানুষ্ঠানে রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও স্থানীয়রা অংশ নিয়ে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে