AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের বিক্ষোভ


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৪:২১ পিএম, ৮ আগস্ট, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের বিক্ষোভ

গাজীপুরে দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে পেশাজীবী গণমাধ্যমকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসসহ অন্যান্য সংবাদকর্মীরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের জীবন আজ চরম ঝুঁকিতে রয়েছে। সত্য প্রকাশ করলেই তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি ও ভূমিদস্যুরা নিজেদের রাজত্ব কায়েম করছে। যারা এসব অপরাধের বিরুদ্ধে কলম ধরছেন, তাদের মুখ চিরতরে বন্ধ করে দিতে মরিয়া অপরাধীরা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার মাধ্যমে দুর্বৃত্তরা আবারও প্রমাণ করেছে যে গণমাধ্যম ও মুক্ত চিন্তার ওপর নগ্ন হামলা চলছে। একজন সাংবাদিককে হত্যা মানে একটি সমাজের কণ্ঠরোধ করা, সাংবাদিকতার ভিত্তি ধ্বংস করা, গণমাধ্যমের স্বাধীনতা বিলীন করা এবং জনগণের অধিকার ও ন্যায়বিচার বিপন্ন করা।

তারা আরও বলেন, এ বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় গণমাধ্যমকর্মীরা আরও কঠোর আন্দোলনে যাবে। পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান তারা।

এসময় খাগড়াছড়ি প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা সংহতি প্রকাশ করেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও এতে অংশ নেন।

 

একুশে সংবাদ/খা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!