চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, “বাংলাদেশ যদি শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে, তবে একদিন বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে। দেশকে সর্বোচ্চ পর্যায়ে নিতে হলে, বিশ্বের সব জ্ঞান দেশে নিয়ে আসতে হবে।”
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে লক্ষ্মীপুর জেলার ২৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘লাইব্রেরি কর্নার’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, “লাইব্রেরিতে বই থাকলেই হবে না—শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে হবে। তবেই দেশের প্রতিটি এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে। লাইব্রেরির মাধ্যমে জ্ঞান ছড়িয়ে যাক সবার মাঝে। তবেই আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।”
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আখতার লাকি এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলার ২৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কর্নার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে