পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে সামুদ্রিক মাছ আহরণের সময় ট্রলার, শক্তিশালী মেশিন, জাল ও বিপুল পরিমাণ মাছসহ ১৫ জেলেকে আটক করেছে চর মোন্তাজ ফাঁড়ির নৌ-পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে গলাচিপা ও রাঙ্গাবালী মৎস্য অফিসের যৌথ অভিযানে এফবি মায়ের আশীর্বাদ নামের একটি ফিশিং বোটসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—প্রায় ১৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ফিশিং বোট, ৪১৭ এইচপি মেশিন (মূল্য ৫ লাখ), ৬টি ট্রয়নেট (মূল্য ৪ লাখ ৫০ হাজার), ৪০টি লাল সূতার জাল (মূল্য ৪ লাখ), ১২০ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ (মূল্য ২ লাখ ৫০ হাজার) এবং ৫ ব্যারেল ডিজেল (মূল্য ১ লাখ ১০ হাজার)। সবমিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৩ লাখ টাকা।
আটক জেলেরা হলেন: মো. হান্নান (৩২), মো. মোস্তফা (৪০), মো. সালাউদ্দিন (৩৫), মো. আকবর (৩৩), মো. সুজন মাধবর (৪০), মো. বেল্লাল (৩৬), আবুল কালাম (৫০), আব্বাস (৩০), সুমন মোল্লা (২৬), জাহাঙ্গীর আলম (৫৫), মো. মিরাজ (২৬), মো. নুরনবী (২৯), আব্দুল মালেক (৫০), আক্তার আলী (২২) এবং মো. ইয়াছিন (৫০)। আটককৃত সবাই ভোলা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বাদী হয়ে সামুদ্রিক মৎস্য আইন ২০২০-এর ২৮/৫১ ধারায় গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে তিনি জানান, “সামুদ্রিক মাছ আহরণে নির্ধারিত আইন মেনে চলতে হবে। যারা আইন অমান্য করে অবৈধভাবে মাছ আহরণ করবে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান, আটককৃত জেলেদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/প.প্র/এ.জে