জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি ও ছাত্র-জনতার বিজয়ের দিনে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে বিএনপি।
বুধবার (৬ আগস্ট) বিকেলে জেলা বিএনপির আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিজয় র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, “গত বছরের এই দিনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটেছিল। সেই বিজয়ের বর্ষপূর্তিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই।”
বিজয় র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন, ইসমাইল বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে