মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নেত্রকোনার মদন থানা পুলিশ নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—চানগাঁও ইউনিয়নের মৃত রোজ আলী সরকারের ছেলে রবিউল আলম (২৭) এবং নেত্রকোনা সদর উপজেলার দুগিয়া গ্রামের ফরেজ আলী মিয়ার ছেলে সুলতান আলী (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুই মাদক কারবারি সিএনজিযোগে মদনের দিকে আসছে। এরপর পুলিশ নতুন বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মদন থানার তদন্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে