AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে সেনা অভিযানে ৩০টি অবৈধ মাছ ধরার জাল পুড়িয়ে ধ্বংস



বড়াইগ্রামে সেনা অভিযানে ৩০টি অবৈধ মাছ ধরার জাল পুড়িয়ে ধ্বংস

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সেনাবাহিনী ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে অবৈধভাবে মাছ ধরার ৩০টি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বড়াইগ্রামের আটঘরিয়া স্লুইসগেট সংলগ্ন বড়াল নদীতে অভিযান চালিয়ে ২৩টি চায়না দুয়ারি ও ৭টি কারেন্ট জাল উদ্ধার করা হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে মৎস্য আহরণের খবর পেয়ে সেনাবাহিনী ও মৎস্য বিভাগ একযোগে অভিযান চালায়। অভিযানে বড়াইগ্রাম উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক, বাগাতিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসানসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অসাধু মৎস্য আহরণকারীরা জাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধারকৃত জালগুলো নদীতীরেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্থানীয় মৎস্য কর্মকর্তারা জানান, অবৈধ জাল দিয়ে মাছ ধরা নদীর জীববৈচিত্র্য ও প্রজনন ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!