২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত শহীদ মাহফুজুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেছে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বাইনতলা গ্রামে শহীদ মাহফুজের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ। এ সময় শহীদ মাহফুজের বাবা আব্দুল মান্নান হাওলাদার উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় আন্দোলনরত মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান।
পুষ্পস্তবক অর্পণের সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
পরবর্তীতে শহীদ মাহফুজসহ জুলাই-আগস্ট বিপ্লবের সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
এ সময় শহীদ মাহফুজের মা বেগম বিবি ও বাবা আব্দুল মান্নান হাওলাদার কান্নায় ভেঙে পড়েন। আবেগভরা কণ্ঠে আব্দুল মান্নান বলেন, “আমার সন্তানের রক্তসহ অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট শাসককে তাড়িয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। ওই আওয়ামী ফ্যাসিস্ট যেন আর কখনও এই দেশে ফিরে আসতে না পারে, সেদিকে সকলে খেয়াল রাখবেন।”
একুশে সংবাদ/বা.প্র/এ.জে