ছাত্র-জনতার অংশগ্রহণে ঘটে যাওয়া ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান’-এর এক বছর পূর্তিতে শ্রীপুরে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে তিন শহীদের কবরে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় শহীদ শেখ জাহাঙ্গীর আলমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ এবং শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।
দারোগারচালা এলাকায় শহীদ ক্বারী মোহাম্মদ শরিফুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এবং মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের শহীদ জাকির হোসেন রানার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।
উল্লেখ্য, গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা (পল্লী বিদ্যুৎ মোড়) এলাকায় পুলিশের গুলিতে শেখ জাহাঙ্গীর আলম, ক্বারী মোহাম্মদ শরিফুল ইসলাম ও জাকির হোসেন রানাসহ মোট ১৬ জন আন্দোলনকারী নিহত হন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কবরের পাশে দোয়া অনুষ্ঠিত হয়।
ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। পরে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নিই। শহীদ পরিবারের পাশে দাঁড়াতে সরকার ইতোমধ্যে দুটি পরিবারকে সঞ্চয়পত্রের অর্থ দিয়েছে এবং আরেকটি পরিবারের তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পুনরায় পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই সেই পরিবারটিকেও সহায়তা প্রদান সম্ভব হবে।”
একুশে সংবাদ/গা.প্র/এ.জে