চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে অবস্থিত জব্বার মার্কেটে আজ সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগে মার্কেটের ‘বিয়ে বাজার’ নামক দোকানটির গোডাউনে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিয়ে বাজারের এক কর্মচারী মো. লোকমান হোসেন জানান, “গোডাউনে আগুন দেখতে পেয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।”
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান বোয়ালখালী ফায়ার স্টেশনের ইনচার্জ অলক চাকমা।
বিয়ে বাজারের পরিচালকদের ভাষ্যমতে, গোডাউনে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার মালামাল মজুদ ছিল। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানান।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে