AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদী রেলওয়ে স্টেশনে  ২ ছিনতাইকারী আটক


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৯:১১ পিএম, ৩ আগস্ট, ২০২৫

নরসিংদী রেলওয়ে স্টেশনে  ২ ছিনতাইকারী আটক

নরসিংদী  রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টা কালে দুই ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) নরসিংদী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার জামাল মিয়ার ছেলে সুমন মিয়া (১৯) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার জসিম উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৪)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (ইনচার্জ) জহিরুল ইসলাম জানান, রবিবার ভোরে দুইজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির প্লাটফর্মে ডিউটিরত পুলিশ ছিনতাইকারীদের হাতেনাতে আটক করে। পরে তাদের ভৈরব রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।

তিনি আরো জানান, তাদের একটি চক্র রয়েছে। এই ছিনতাইকারী চক্র প্রায়ই রেলওয়ে স্টেশন ও ট্রেনে ছিনতাই করে আসছিল। বাকিদেরকেও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 


একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!