বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠি গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের পেঁপেসহ বিভিন্ন ফলের বাগান কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ভরসাকাঠি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা ১৯৫১ সালে ৭৯ নম্বর ভরসাকাঠি মৌজার দুটি খতিয়ানের আটটি দাগে মোট ৭০ শতাংশ জমি ক্রয় করেন। তার ছেলে আনোয়ার হোসেন নাসির ওই জমিতে বাণিজ্যিকভাবে পেঁপে ও অন্যান্য ফলের বাগান গড়ে তোলেন।
অভিযোগে বলা হয়, গত ৩ আগস্ট সকাল ৯টার দিকে একই গ্রামের ভূমিদস্যু হিসেবে পরিচিত কালুর পুত্র মহিউদ্দিন কিনাই (৩৫) নেতৃত্বে, নূর মোহাম্মদের দুই ছেলে মনিরুল ইসলাম (২৮) ও জহিরুল ইসলাম (৩২), দুলাল হাওলাদারের পুত্র ওয়াসিম (৩২), জহিরুল ইসলামের পুত্র জিসান (১৮) ও আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তি জমিতে হানা দেয়। তারা পেঁপে বাগানসহ অন্যান্য ফলের গাছ কেটে জমি দখলের চেষ্টা চালায়।
বিষয়টি টের পেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে অভিযুক্ত মহিউদ্দিন কিনাই দাবি করেন, “এই জমি আমাদের বিএস রেকর্ডের খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে, তাই আমরা দখল করতে গিয়েছিলাম।”
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/ব.প্র/এ.জে