গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিজ জমিতে চাষ করতে গিয়ে এক কৃষক বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই কৃষকের নাম আব্দুল মান্নান। তিনি শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিন শেখের ছেলে। অভিযোগে তিনি বলেন, একই এলাকার হাবিবুল্লাহ খানের ছেলে মফিজ উদ্দিন তাকে জমি চাষে বাধা দিচ্ছেন।
এ ঘটনায় আব্দুল মান্নান ৩ আগস্ট শ্রীপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৪-৫ জনকে অজ্ঞাতনামা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তরা হলেন—মফিজ উদ্দিন এবং তার দুই ছেলে জাহাঙ্গীর ও জাহিদ হাসান।
লিখিত অভিযোগ ও আব্দুল মান্নানের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তিনি জানান, ‘‘এ বিরোধের জেরে অভিযুক্তরা আমাদের পরিবারকে রাস্তা-ঘাটে মারধর, এমনকি খুন-জখম করার হুমকি দিয়ে আসছে। ২ আগস্ট দুপুরে মফিজ উদ্দিন ও তার ছেলেরা আমাদের বাড়ির সামনে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে তারা মারধরের জন্য এগিয়ে আসে। এ সময় আমার স্ত্রী ও ছেলে এগিয়ে এলে তাদেরও হত্যার হুমকি দেওয়া হয়।’’
তিনি আরও জানান, বর্তমানে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং আইনগত প্রতিকার পেতে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মফিজ উদ্দিন বলেন, ‘‘আমি এই জমির একাংশ ক্রয় করে মালিক হয়েছি। আমার ক্রয়কৃত অংশ ছাড়া অন্য কোনো জমি আমি দখলে নিইনি। বরং আব্দুল মান্নানই আমাদের জমি দখল করে রেখেছেন। তাকে কাগজপত্র নিয়ে একাধিকবার মাপঝোকে বসার জন্য বলেছি, কিন্তু তিনি আসেননি। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, ‘‘লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
একুশে সংবাদ/গা.প্র/এ.জে