AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু



ফরিদপুরে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পাবনার ফরিদপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলার ডেমরা ইউনিয়নের গোলকাটা এলাকায় বড়াল নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোলকাটা গ্রামের আলমাস বিশ্বাসের ছেলে আবির বিশ্বাস (৭) এবং আসাদ বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই এবং উভয়েই গোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একই পরিবারের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে খেলার ছলে মাসুম ও আবির বাড়ির পাশের বড়াল নদীর তীরে যায়। তারা খেলনা ও স্যান্ডেল নদীর পাড়ে রেখে পানিতে নামে। সাঁতার না জানায় কিছুক্ষণের মধ্যেই তারা ডুবে যায়।

পরিবারের লোকজন অনেকক্ষণ তাদের কোনো খোঁজ না পেয়ে খুঁজতে শুরু করেন। নদীর তীরে তাদের খেলনা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় পানিতে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর শিশু দুটিকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

উল্লেখ্য, একই বড়াল নদীতে গত ২৭ জুন তিন্নি খাতুন (১১) ও জোবায়ের আহমেদ (৭) নামের দুই শিশু চাচাতো ভাই-বোন গোসল করতে নেমে প্রাণ হারায়।

স্থানীয় বিশিষ্টজনরা বলছেন, এই ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে শিশুদের নিরাপত্তা, সার্বক্ষণিক নজরদারি এবং প্রাথমিক পর্যায়ে সাঁতার শেখানোর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা জরুরি।

 

একুশে সংবাদ/পা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!