শিক্ষা উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ জয়পুরহাটের কালাই উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৫ জন কৃতী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের কবি নজরুল ইসলাম মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
এসইডিপি (Secondary Education Development Program)-এর আওতায় "পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম"-এর অধীনে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এ আয়োজনের ব্যবস্থা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন।
এছাড়া বক্তব্য রাখেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. মনোয়ারুল হাসান, একাডেমিক সুপারভাইজার তানজিমুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, পরিচালনা কমিটির সভাপতি, অভিভাবক এবং সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা।
জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন বলেন,“আজকের এই সম্মাননা অনুষ্ঠান আমাদের শিক্ষাক্ষেত্রে একটি অনন্য উদ্যোগ। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ ফল অর্জন করা শিক্ষার্থীরা শুধু তাদের নিজের নয়, বরং পরিবার, প্রতিষ্ঠান ও দেশের গর্ব। এই সাফল্য যেন অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন,“আজকের দিনটি কালাই উপজেলার জন্য গর্বের। আমাদের এই প্রতিভাবান শিক্ষার্থীরা তাদের মেধা ও শ্রমের মাধ্যমে প্রমাণ করেছে, যেকোনো প্রতিকূলতাকে জয় করে সাফল্য অর্জন সম্ভব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্যদেরও মেধা ও মননশীলতার চর্চায় উৎসাহিত করে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলেন,“এই আয়োজন শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করেই থেমে থাকেনি, বরং পুরো উপজেলা জুড়ে শিক্ষার মান উন্নয়নে একটি উদাহরণ সৃষ্টি করেছে। কালাই উপজেলায় এভাবে মেধাবীদের সম্মানিত করার পদক্ষেপ দেশব্যাপী অনুসরণযোগ্য মডেল হয়ে উঠতে পারে।”
একুশে সংবাদ/জ.প্র/এ.জে