মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ (মেসার্স রবি এন্টারপ্রাইজ)–এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে শহরের হবিগঞ্জ রোডস্থ মনোরঞ্জন বাবুর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ফিতা কেটে এ কেন্দ্রের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “ভূমি সংক্রান্ত সকল সেবা আরও সহজে ও কম খরচে মানুষের কাছে পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে এই সেবা কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে সেবাগ্রহীতারা কোনো ধরনের হয়রানি ছাড়াই ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রবি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. রবি উদ্দিন জানান, ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ ও সাশ্রয়ী করতে এই সেবা কেন্দ্র চালু করা হয়েছে। এখানে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান, ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হবে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে