ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। বাবার কুড়ালের কোপে প্রাণ হারিয়েছে ১০ বছর বয়সী শিশু মোবারক হোসেন। বুধবার বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত পিতা নূরুল আমীন (৩৫) রাজধানী ঢাকার মিরপুরে কাঁচামালের ব্যবসা করতেন। তবে প্রায় দুই মাস আগে তিনি পেশা ছেড়ে নিজ গ্রামে ফিরে আসেন।
বুধবার বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির সামনে ভিজছিলেন নূরুল আমীন। এ সময় তার ছেলে মোবারক হোসেন ছাতা নিয়ে বাবার কাছে এগিয়ে গেলে, হঠাৎ তিনি পাশেই থাকা কুড়াল দিয়ে ছেলের মাথায় সজোরে কোপ দেন।
পরিবারের সদস্যরা গুরুতর আহত মোবারককে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে পথেই মৃত্যু হয় শিশুটির।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি অভিযুক্ত পিতা নূরুল আমীনকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেফতারের সময় নূরুল আমীনের হাত কাটা অবস্থায় পাওয়া যায়। তাকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে