AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চালককে পাশে বসিয়ে ট্রাক চালাচ্ছিল হেলপার, দুর্ঘটনায় মৃত্যু



চালককে পাশে বসিয়ে ট্রাক চালাচ্ছিল হেলপার, দুর্ঘটনায় মৃত্যু

রডভর্তি একটি ট্রাক চালাচ্ছিলেন হেলপার। চালক ছিলেন পাশের সিটে বসা অবস্থায়। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি রডভর্তি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা ওই হেলপার মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন হেলপারের আসনে বসা ট্রাকচালক।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম আবু সাঈদ (১৮)। তিনি রাজশাহীর কাশিয়াডাঙ্গার উত্তরবালিয়া গ্রামের এনামুল হোসেনের ছেলে। আহত চালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডভর্তি একটি ট্রাক চালাচ্ছিল হেলপার আবু সাঈদ। কাছিকাটা টোলপ্লাজার পূর্ব পাশে আরেকটি ট্রাক দাঁড়িয়ে ছিল। দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে আঘাত করে। এতে চালকের আসনে থাকা আবু সাঈদ ঘটনাস্থলেই মারা যান এবং পাশে বসা চালক নাসিম হোসেন গুরুতর আহত হন। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ না থাকায় তাতে কোনো হতাহত হয়নি।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত উভয় ট্রাক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!