AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ, ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো নারীর মরদেহ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
১২:২৮ পিএম, ২৯ জুলাই, ২০২৫

টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ, ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো নারীর মরদেহ

গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরা এলাকার একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতের নাম ফারিয়া তাসনিম জ্যোতি (৩২)। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা এবং ‘মনি ট্রেডিং করপোরেশন’ নামে একটি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া গ্রামে।

রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা করলেও ব্যর্থ হন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রথম রাতে রাত দেড়টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়, তবে বৈরী আবহাওয়ার কারণে অভিযান স্থগিত করা হয়। পরদিন সোমবার সকাল থেকে আবার শুরু হয় উদ্ধার তৎপরতা। গাজীপুর সিটি করপোরেশন, পুলিশ এবং অন্যান্য সংস্থাও অভিযানে যুক্ত হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট থেকে গাজীপুরা পর্যন্ত ড্রেনলাইন ও খোলা ম্যানহোলগুলো পর্যবেক্ষণ করে উদ্ধারকর্মীরা। পরে গাজীপুরা এলাকায় বিল ও জলাশয়ে তল্লাশি চালায় ডুবুরি দল। সোমবার সন্ধ্যায় অভিযান সাময়িকভাবে স্থগিত করা হলেও মঙ্গলবার সকালে আবার শুরু হয়। শেষ পর্যন্ত কচুরিপানার নিচে লুকিয়ে থাকা মরদেহটি শনাক্ত করে উদ্ধার করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. শাহিন আলম জানান, “যে ড্রেনের ভেতর জ্যোতি পড়ে যান, সেই ড্রেনের পানির প্রবাহ ওই বিলের দিকেই চলে যায়। সেই সূত্র ধরেই বিলটিতে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।”

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!