চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে বোয়ালখালী উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ `স্বাধীনতা`য় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রামার ও কো-অর্ডিনেটর (প্রশাসন-অর্থ-ক্রয়), পিবিজিএসআই প্রফেসর খন্দকার মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া এবং শিক্ষার্থীদের অভিভাবক আলী আকবর।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে