AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত



শেরপুরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী।

কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ কার্যক্রমে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া হেডকোয়ার্টার যৌথভাবে আয়োজন করে। প্রায় এক হাজারেরও বেশি দরিদ্র ও অসহায় মানুষ এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। এছাড়াও প্রায় ১৫০ জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অসীম সেলিমুল হক (প্যাথলজিস্ট), অধিনায়ক, ৮১ ফিল্ড অ্যাম্বুলেন্স, সিএমএইচ ময়মনসিংহ। চিকিৎসক দলে আরও ছিলেন—মেজর সৈয়দা রুকাইয়া মোর্শেদ (গাইনী বিশেষজ্ঞ), মেজর শামীমা নাসরিন (চক্ষু বিশেষজ্ঞ), মেজর ফরহাদ হালিম (মেডিসিন বিশেষজ্ঞ), এবং সিভিল চিকিৎসক ডা. ফারজানা ও ডা. আসিফ, উভয়েই ময়মনসিংহ সিএমএইচ থেকে আগত।

স্থানীয়রা জানান, অনুন্নত যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এ অঞ্চলের সাধারণ মানুষ বিশেষায়িত চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাই সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে তারা কৃতজ্ঞচিত্তে স্বাগত জানান।

কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ (বিএসসি) বলেন, “সেনাবাহিনীর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এটি অসহায় ও দরিদ্র মানুষের জন্য অত্যন্ত সহায়ক। এমন কার্যক্রম নিয়মিত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবার মান অনেকাংশে উন্নত হবে।”

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ধারাবাহিকভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে সেনাবাহিনী। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!