ময়মনসিংহের নান্দাইলে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুল ইসলাম আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, জুলাই যোদ্ধা শেখ সাদী, পৌর জামায়াতের আমির আব্দুল বাতেন প্রমুখ।
“জুলাই পুনর্জাগরণ” চেতনায় একটি উন্নত ও মানবিক সমাজ গঠনকল্পে সরকারি কর্মকর্তারা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও জুলাই যোদ্ধারা সুশৃঙ্খল পরিবেশে শপথ গ্রহণ করেন।
এসময় তারা সামাজিক উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে