চুয়াডাঙ্গার দর্শনায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি ভারতীয় রুপাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত রুপার বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৫০ হাজার টাকা। শনিবার দুপুরে দর্শনা পৌর এলাকার আজিমপুর ফুড গোডাউনের সামনে থেকে রুপাসহ পাচারকারীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—দর্শনা পৌর এলাকার পুরাতন বাজারপাড়ার ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) এবং আনোয়ারপুর পাড়ার জামাল উদ্দিনের ছেলে সাগর আলী (২১)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক হায়দার আলী জানান, ভারত থেকে বাংলাদেশে রুপা পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দর্শনার আজিমপুর এলাকায় ফুড গোডাউনের সামনে অবস্থান নেয়। এ সময় দুইজন ব্যক্তি বিজিবির টহল দল দেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে গোডাউনের ভেতরে তল্লাশি চালিয়ে একটি কার্টন উদ্ধার করা হয়। কার্টনের ভেতর থেকে প্রায় ১১ কেজি ওজনের দানাদার রুপা উদ্ধার করা হয়। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে