মাগুরার শালিখায় ২৬ জুলাই সারাদেশের ন্যায় অনুষ্ঠিত হয়েছে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠান। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন তেলাওয়াত করা হয়। এরপর আলোচনায় অংশ নেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইমুন নেসা, বীর মুক্তিযোদ্ধা মুকুল শিকদার এবং সিনিয়র সাংবাদিক স্বপন বিশ্বাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন। বক্তারা ২৪ জুলাই এবং আগস্টের আন্দোলনের প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ তুলে ধরেন এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে