ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭ মেয়াদি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান খান।
শনিবার (২৬ জুলাই) সকালে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়াও ১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ খলিলুর রহমান।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মোঃ শামসুল আলম বাবুল ও মোঃ বরকত হোসেন মৃধা (এস এ টিভি) , সহ-সাধারণ সম্পাদক গোপাল কর্মকার (দৈনিক কালবেলা) , বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ মোঃ বুলবুল আহমেদ (আমার দেশ), নির্বাহী সদস্য আরিফুর রহমান রনি ও খাইরুল ইসলাম পলাশ (এশিয়ান টিভি), মোঃ এনামুল হোসেনখান নির্বাচিত হয়েছে।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে