AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৭:৫৭ এএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলমকে কারণ দর্শাতে নোটিশ পাঠিয়েছে আদালত। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ আদালত থেকে এই নির্দেশ জারি করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে জানান ডিসি সারোয়ার আলম।

আদালত সূত্রে জানা যায়, সিলেটের খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারের ঘটনায় দায়ের হওয়া এক রিট মামলার প্রেক্ষিতে এই শোকজ আদেশ দেওয়া হয়েছে। আদালত জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলেছেন।

প্রতিষ্ঠানের শিক্ষক আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক সারোয়ার আলমের স্বাক্ষরিত চিঠিতে শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিনকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারপত্রে অভিযোগ করা হয়, উক্ত দুই শিক্ষক যথাযথ অনুমোদন ছাড়াই ভাইস প্রিন্সিপাল ইন-চার্জের দায়িত্ব গ্রহণ করেন এবং অন্যান্য শিক্ষকদের চাপ প্রয়োগ করে অভিনন্দন জানানোর ব্যবস্থা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও স্থানীয় গণমাধ্যমে এ তথ্য প্রচার করেন, যা প্রতিষ্ঠানের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!