নওগাঁর নিয়ামতপুরে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ মানি আদায়সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনের লক্ষ্যে বিশেষ শুনানি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পমুর্শিদা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল।
উপজেলা আইসিটি কর্মকর্তা রাসের রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান সহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার পারভেজ, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জনি আহমেদ এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ।
শুনানির শেষে প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল আউয়াল নিয়ামতপুর থানা পরিদর্শন করেন এবং কৃষকদের মাঝে কৃষি যন্ত্রাংশ বিতরণ করেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে