চাঁদাবাজির অভিযোগে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে ছাত্রদলের দুই নেতাকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৩ জুলাই) রাতে ইউনিয়ন পরিষদ ভবনে তালা দেওয়া ও কুসুমহাটি বাজার এলাকায় চাঁদাবাজির ঘটনায় ওই দুই নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া সংগঠনের ভাবমূর্তি রক্ষায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে বহিষ্কারও করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—লছমনপুর ইউনিয়নের বড় ঝাউয়েরচর এলাকার আলতাব হোসেনের ছেলে মো. সবুজ আহাম্মেদ (৩৫) এবং কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. আল আমিন ইসলাম সাগর (২৬)।
স্থানীয় বিএনপি নেতারা জানান, সাবেক ছাত্রদল সভাপতি সবুজ আহাম্মেদ এবং স্থগিতকৃত সভাপতি আল আমিন ইসলাম সাগর দীর্ঘদিন ধরে দলের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ না করে বিভিন্ন স্থানে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তারা বলাইয়েরচর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে লাঞ্ছিত করেন এবং লছমনপুর ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুরসহ ভবনে তালা দেন। এ ছাড়া কুসুমহাটি বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করেন তারা।
ঘটনার পরপরই স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবুজ ও সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় লছমনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আল আমিন ইসলাম সাগরকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। শেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ ও সদস্য সচিব সুমন আহমেদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, এর আগে ১৭ জুলাই তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সভাপতি পদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
এদিকে ঘটনায় লছমনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় মহিলা দলের নেত্রী আলেয়া বেগম বাদী হয়ে সবুজ ও সাগরসহ পাঁচজনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে