ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডহক কমিটির সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী ও চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি অ্যাডভোকেট মো. ছিদ্দিক মাতাব্বর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ কিবরিয়া, সাধারণ সম্পাদক সরওয়ার আলম, সিনিয়র সহ-সভাপতি হারুন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইকবাল মেলেটারি, থানা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন বাবলুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
সভায় নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. ছিদ্দিক মাতাব্বর বলেন, “বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করবো। শিক্ষার্থীদের পাঠদানে গুণগত পরিবর্তন আনতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়, যেখানে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।
এর আগে, নবগঠিত এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. ছিদ্দিক মাতাব্বরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষিকারা।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে