ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আতিকুর রহমান ও মেহেদী হাসান নামে দুই খুচরা মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং সনাতন চন্দ্র নামে এক মাদক সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ডাদেশ প্রদান করেন। আতিকুর রহমান শহরের মিত্রবাটি গ্রামের আলমের ছেলে, মেহেদী হাসান রঘুনাথপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে, আর সনাতন চন্দ্র সিন্দুর্না গ্রামের মৃত নারায়নের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, আতিকুর ও মেহেদী শহরের টিএনডিটি এলাকায় মাদকদ্রব্য বিক্রি করার সময় পুলিশের হাতে আটক হন। বুধবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জেল ও জরিমানা কার্যকর করা হয়। এদিকে, মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান সনাতনকে মাদক সেবনের দায়ে একই শাস্তি প্রদান করেন।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে