রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া এলাকায় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে আটজন জুয়ারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. সেলিম মোল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে ‘মা-বাবার দোয়া’ নামক একটি টিনশেড বোর্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীপাড়া এলাকার মো. সাইমুদ্দিন মন্ডল (৩৯), ছোট ভাকলা ইউনিয়নের রসুলপুর এলাকার মান্নান মোল্লা (৪০), হোসেন মন্ডলপাড়ার সোহাগ মোল্লা (৪৪), সৈদাল পাড়ার শ্রী শংকর কুমার মজুমদার (৪৫), রাজবাড়ী সদরের বড় ভবানিপুরের সুজন দেওয়ান (৩৯), মানিকগঞ্জের শিবালয়ের নওশের ওরফে নজরুল (৫০), ঘিওরের মো. রফিক (৪২) এবং মাদারীপুরের আনোয়ার হোসেন রিপন (৪০)।
অভিযানকালে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়।
ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে