শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা এলাকা থেকে ভারতে পাচারের সময় ৬৩ কেজি শিং মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল। বুধবার (২৩ জুলাই) দুপুরে বারোমারী বিওপি আওতাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারীরা অভিনব কৌশলে বাংলাদেশি শিং মাছ সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযানে গেলে চোরাকারবারিরা পালিয়ে যায়, তবে মাছ জব্দ করা সম্ভব হয়।
জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ১২ হাজার ৬০০ টাকা। শিং মাছ পচনশীল হওয়ায় স্থানীয় বাজারে মূল্য যাচাই করে নিলামের মাধ্যমে তা বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকাগুলোতে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে। দেশের আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা নিশ্চিতে বিজিবি সদা সতর্ক রয়েছে।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে