AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে এক দফা আন্দোলনের ঘোষণা



পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে এক দফা আন্দোলনের ঘোষণা

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানিতে আউটসোর্সিং ভিত্তিতে কর্মরত ২৭৬ জন অস্থায়ী কর্মচারীর স্থায়ী নিয়োগের এক দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে বড়পুকুরিয়া কয়লা খনির মেইন গেট সংলগ্ন এলাকায় “আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদ” এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৯৯ সাল থেকে ২০০৭ সালের মধ্যে যেসব কর্মচারী মাস্টার রোল বা ক্যাজুয়াল ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন, তাদের পরবর্তীতে স্থায়ী নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং পরবর্তীকালে তাদের আউটসোর্সিং পদ্ধতিতে বেতন-ভাতা দেওয়া শুরু হয়। বর্তমানে খনিতে ২৭৬ জন কর্মচারী আউটসোর্সিং ভিত্তিতে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও বৈষম্যের মধ্যে দায়িত্ব পালন করছেন।

তারা আরও জানান, ২০০৮ সালে সর্বশেষ স্টাফ নিয়োগের পর গত ১৬ বছর ধরে নতুন কোনো স্টাফ নিয়োগ দেওয়া হয়নি। অথচ এই সময়ে কর্মকর্তাদের চার দফায় নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে কোম্পানিতে কর্মকর্তা রয়েছেন ১৫৪ জন, কিন্তু স্টাফ আছেন মাত্র ২২ জন।

বক্তারা বলেন, “আমরা এক দফা, এক দাবি নিয়ে এসেছি—দাবি একটাই: স্থায়ী নিয়োগ।”পরিশেষে তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

 

একুশে সংবাদ/দি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!