নওগাঁর মান্দা উপজেলায় “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি)”–এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাসিস)–এর প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার স্বপন ও অভিভাবক প্রতিনিধি মাওলানা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ।
পুরস্কারপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ফারুক ইসলাম, আবু রায়হান, উর্মি আক্তার ও অনিক মাহমুদ তাদের অনুভূতি ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই আয়োজন শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে