AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে নব দূরন্ত স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত



সরিষাবাড়ীতে নব দূরন্ত স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহে সুন্দর মন—দিতে পারে ক্রীড়াঙ্গন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ফুটবল ফাইনাল খেলা।

মঙ্গলবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকার খোলা মাঠে নব দূরন্ত স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল উদ্দিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরসেদ আলম এবং উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য নাজমুল হুদা খান উজ্জল।

এ সময় ডোয়াইল ইউনিয়নের ক্রীড়া বিষয়ক সম্পাদক নিরব আহম্মেদ নাঈমের সঞ্চালনায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ইয়ং স্টার ফুটবল একাদশ বনাম গোল হান্টার ফুটবল একাদশ। গ্রামবাংলার শত শত ফুটবলপ্রেমী মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং প্রতিবছর এমন আয়োজনের দাবি জানান।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডোয়াইল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রনেতা লিটন মিয়া, যুবনেতা আনন্দ সরকার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এম. আর. আরিফ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফা, শ্রমিক নেতা রমজান খান প্রমুখ।

 

একুশে সংবাদ/জা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!