নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের সরাসরি দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ও টাকা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। এই ইউনিটে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) মো. জয়নুল আবেদীন, এসআই (নিঃ) গৌতম কুমার পাল, এসআই (নিঃ) আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যদের নিরলস প্রচেষ্টায় জেলার চারটি থানা এলাকায় হারানো মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধার করা হয়।
এই ধারাবাহিকতায় ২০২৫ সালের জুন মাসে ৩০টি হারানো মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৯২,৫০০ টাকা উদ্ধার করা হয়।
আজ দুপুর ১২টায় জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন এবং নগদ অর্থ ভুক্তভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
এ সময় হারানো জিনিসপত্র ফিরে পেয়ে ভুক্তভোগীরা আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই জানান, তারা মোবাইল ও টাকা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশ প্রশাসনের এ সেবা তাদের আস্থার জায়গা আরও মজবুত করেছে।
ভুক্তভোগীরা জানান, মোবাইল বা টাকা হারানোর পর তারা নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সঙ্গে যোগাযোগ করেন। ফলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সেগুলো উদ্ধার সম্ভব হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহ্ দারা খান, সিসিআইসি`র অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেক এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলের অন্যান্য সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে