AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদ্রাসা ও আবাসিক এলাকায় কয়লার ড্যাম্পের বিরুদ্ধে মানববন্ধন



মাদ্রাসা ও আবাসিক এলাকায় কয়লার ড্যাম্পের বিরুদ্ধে মানববন্ধন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার আলীপুর দারুল কুরআন মাদ্রাসা সংলগ্ন আবাসিক এলাকায় অবৈধভাবে স্থাপিত কয়লা, জিপসাম ও বালুর ড্যাম্প সরানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় যশোর-খুলনা মহাসড়কের আলীপুরে এই মানববন্ধনের আয়োজন করেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম মুফতি ইকরামুল ইসলাম, হেফাজতে ইসলাম নওয়াপাড়া পৌর শাখার সভাপতি মুফতি রফিকুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিন। এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহীন, মেহেরুন বেগম, জুই বেগম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, আমাদের এলাকার প্রধান সড়ক, যাতায়াতের গলি ও আবাসিক এলাকার আশপাশে পরিবেশের কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই কয়লা, জিপসাম ও বালুর ড্যাম্প গড়ে তুলেছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি।

তারা আরও বলেন, ঘরের দরজা-জানালা বন্ধ রাখলেও ধুলাবালির যন্ত্রণায় আমরা নিস্তার পাচ্ছি না। এই দূষণের ফলে এলাকার অধিকাংশ মানুষই শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এমনকি আমরা এখন খাবারের সাথেও কয়লা-জিপসামের ময়লা পাচ্ছি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান, মাদ্রাসা ও আবাসিক এলাকার ভেতর থেকে এসব ড্যাম্প দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হোক। একইসঙ্গে তারা পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 

একুশে সংবাদ/য.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!