চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল ২ নম্বর ওয়ার্ডের প্রবাসী মোহাম্মদ ইলিয়াস (৪২) ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৩ জুলাই) ভোর ৫টার দিকে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মোহাম্মদ ইলিয়াসকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ ইলিয়াস মুয়াজ্জিমপাড়ার মো. ইদ্রিস সওদাগরের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন এবং গত চার বছর ধরে ওমানে অবস্থান করে নিজস্ব ব্যবসা পরিচালনা করছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তার মামাসহ ওমানে অবস্থানরত স্বজনরা মরদেহ দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করেছেন।
ইলিয়াসের চাচা সৈয়দ কামাল বলেন, “আজ সকালে আমরা খবর পাই যে, সে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে