উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।
সংগঠনটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুণ দে এই হৃদয়বিদারক ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে তারা নিহতদের আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান।
২১ জুলাই কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক তপন কুমার বসু মিন্টু স্বাক্ষরিত এক শোকবার্তায় এসব তথ্য জানানো হয়।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে